'জামাই' অর্থ কি নিজের স্বামী, নাকি মেয়ের স্বামী?

1 Answers   3.9 K

Answered 3 years ago

জামাই-এর আদি অর্থ "মেয়ের স্বামী"। তবে কোনও কোনও জায়গায় বা পরিস্থিতিতে নিজের স্বামীকে বোঝাতেও ব্যবহার হয়।

"জামাই" কথাটার মূল সংস্কৃত "জামাতা" শব্দ। এই সংস্কৃত "জামাতা" আর ফারসি "দামাদ" শব্দ আবার একই মূল থেকে এসেছে। এই দুই শব্দেরই অর্থ "মেয়ের স্বামী"।

Jhuntu Mia
jhuntumia
252 Points

Popular Questions