জনসমক্ষে নিজের ফোন ব্যবহার করা কোন ব্যক্তির থেকে আপনি কী অদ্ভুত জিনিসটি শুনেছেন?

1 Answers   12.5 K

Answered 3 years ago

ঘটনাটি ঘটেছিলো প্লেনের ভিতরে।

অনেকেই ছিলেন, কাজেই জনসমক্ষেই বলা যেতে পারে।

আগরতলা থেকে দিল্লীর ফ্লাইটে উঠে বসেছি, প্রায় সকল যাত্রীই উঠে বসেছেন ফ্লাইটে।

আমার পাশে, উইন্ডো সিটে, বসেছেন, এক ভদ্রলোক।

প্লেন তখনো ট্যাক্সিং শুরু করেনি, এয়ার হোস্টেসরা শেষবারের মতো একবার যাত্রীদের মাথার উপরে, ওভারহেড বিনগুলো ঠিকঠাক লক হয়েছে কী না, দেখে নিচ্ছেন।

প্লেনের ভেতরে, একটা নৈঃশব্দ্য বিরাজ করছে।

হঠাত্‍ করেই, আমার পাশে বসা ভদ্রলোকের মোবাইল বেজে উঠলো,

ফোন ধরেই তিনি রাগত স্বরে, জোরে, জোরে যা বললেন, তাতে, আমাদের সামনের সারির সিটে বসা কয়েকজন, পেছন দিকে মাথা ঘুরিয়ে, তাঁকে দেখলেন, আমি নির্বাক, শ্বাসরুদ্ধ অবস্থা।

কী শুনেছিলাম সেদিন,

এতটুকু না হয়, ঠিকই ছিলো,

কিন্তু, এর পরে তিনি যেটা বললেন, সেটা শুনে, অনুভব করলাম, আমার মেরুদন্ড বেয়ে বরফের মতো ঠান্ডা স্রোত নামছে,প্লেনের ভিতরে যাত্রী, প্রায় দু'শোর কাছাকাছি।



Azhar Ali
Azhar Ali
568 Points

Popular Questions