ছোট-খাটো উপার্জন করার জন্য ভালো কোনো মোবাইল সাইট বা অ্যাপ আছে কি?

1 Answers   3.7 K

Answered 3 years ago

Emtiazahmed Anik-এর প্রোফাইল ফটো

Emtiazahmed Anik

 · 

অনুসরণ

Green University of Bangladesh-এ Computer science engineering বিষয়ে BSC (2026-এ আশা করা হচ্ছে)26 মে

হ্যাঁ আছে । অনেক অ্যাপ আছে । যেগুলো দিয়ে আপনি মাসে ৫০০০- ১০০০০ টাকা আয় করতে পারেন । আসলেই ?


গুগল এ সার্চ দিন এরকম অনেক কথাই- লেখাই পেয়ে যাবেন । যারা মাথা মোটা তারা এগুলো বিশ্বাস করে । আসল কথা হল এই যুগে আপনাকে স্কিল ছাড়া কেও দাম দিবে না । এক পয়সার দামও পাবেন না কার কাছে। যদি শুধু একটা স্কিল থাকে আপনার আপনাকে কেও আটকাতে পারবে না । লাখপতি হতে বেশি সময় লাগবে না । বাংলাদেশ এ অনেক কোয়ালিটি সম্পন্ন স্কিল ডেভেলপমেন্ট ভিডিও আছে । সেগুলো দেখেন শিখেন এরপর ইনকাম কইরেন ।


আজকাল ছাত্র ছাত্রীরা কম বয়স থেকেই আত্মনির্ভরশীল হতে চায়। অনেক নারী ঘরের কাজের পাশাপাশি একটি আয়ের মাধ্যম খোঁজেন। গ্রাজুয়েশন শেষ করার পর চাকরীর জন্য অন্যের দ্বারে দ্বারে না ঘুরে অনেকেই চান স্বাধীনভাবে উপার্জন করতে। আর এ সবকিছুর সমাধান হতে পারে ঘরে বসেই শুধুমাত্র একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। কিছু প্রয়োজনীয় স্কিলস শিখে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।


Ashis
ashis
239 Points

Popular Questions