ছেলে অফিসার কিন্তু বাবা মা কে দেখেন না। এই ক্ষেত্রে বাবা মার কী করা উচিত?

1 Answers   9.1 K

Answered 3 years ago

এমন ছেলে দরকার নাই।হাসিমুখে দুই বুড়াবুড়ির বৃদ্ধাশ্রমে বা অন্য কোন জায়গায় চলে যাওয়া উচিত যেখান থেকে এই ছেলেকে আর দেখতে হবে না।কারন বৃদ্ধবয়সে সবচেয়ে প্রয়োজনীয় হল অর্থ, যত্ন,সংগ যা ভাল কোন বৃদ্ধাশ্রমে একটু হলেও পাবে।তাই সর্বস্ব উজার করে ছেলেমেয়েদের মানুষ করতে নেই।পরিনত বয়সের জন্য কিছু পুজি রাখা উচিত।কারন দিন শেষে তার সন্তানরা মানুষই আর মানুষের মত স্বার্থপর প্রানী আর দুনিয়ায় নাই।


Shuvan Ahmed
shuvanahmed
515 Points

Popular Questions