Answered 2 years ago
ছেলেরা স্ত্রীকে ভয় পায় না বরং অহেতুক ঝামেলা থেকে বাচতে চায়। যার সাথে পুরা জীবনটা কাটাতে হবে তার সাথে সবসময় রাগারাগি করে লাভ কী? বরং সমাঝোতা করে চলাই ভালো। স্ত্রীর কাছে মাস্তানি করা মানে এই নয় যে আমি জিতে গেছি। আবার সব কথা অকপটে মেনে নেয়াটাও ঠিক নয়।কিন্তু স্ত্রীর সাথে নরম ব্যবহার করা, তার ছোটখাটো বায়না রাখা, অযথা স্ত্রীকে না রাগানো এটা স্ত্রীকে ভয় পাওয়া বলে না বরং এটা স্ত্রীর প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। এটা হলো বিনিয়োগ।যা সুদে আসলে আপনি ফেরত পাবেন যখন আপনি অসুস্থ হবেন। মেয়েরা কেয়ারিং স্বামি খুব পছন্দ করে। তাই স্বামী অসুস্থ হলে তারা নিরাপত্তাহীনতায় ভোগে।হা কিছু স্ত্রী থাকে তারা স্বামীকে ডমিনেট করতে চায়। এরা সংখ্যায় কম।তারা নিজেরা সংসারে সুখি হতে পারে না।এদের স্বামী দেখা যায় নেশা করে, অন্য নারীতে আসক্ত হয়। আবার কিছু পুরুষও আছে যারা বউকে সবসময় দৌড়ের উপর রাখতে চায়।তারা কিন্তু স্ত্রীর প্রকৃত ভালোবাসা পায় না।শুধু দেহ ভোগ করতে পারে, মনের থই খুজে পায় না।
Anika publisher