ছেলেদের জন্য নার্সিং ভালো হবে নাকি ল্যাবরেটরীতে ভালো হবে ক্যারিয়ার হিসাবে?
3
0
1 Answers
10.6 K
0
Answered
2 years ago
সম্পর্কিত
অনার্স এবং বিএসসি নার্সিং কি একসাথে পড়া যাবে?
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর নিয়ম অনুযায়ী নার্সিং কোর্স চলাকালীন অন্য কোন কাজ করা যাবে। অনেকেই করে যারা বেসরকারি নার্সিং কলেজে পড়ে। সরকারিতে পড়ে মেবি সম্ভব না কারন ; সরকারি তে চাপের পরিমান টা বেশি থাকে । আমার মনে হয়না নার্সিং ও অনার্স একসাথে পড়াটা কোনো লাভ হবে। আপনি যদি নার্সিং এই ক্যারিয়ার গড়তে চান তবে এইদিকেই এমএসসি ও পিএইচডি করতে পারবেন ইভেন বিসিএসও , তাই অযথা মেধা, সময় ও টাকা খরচ করার কি দরকার। ্্ আপনি চাইলে নার্সিং এর পরেও অন্য যে কোন বই পড়তে পারেন বা নার্সিং এর বিস্তারিত পড়তে পারেন। মেডিকেলের অধিকাংশ সাবজেক্ট এখানে পড়ানো হয়। মেডিকেল একটু বিস্তারিত পড়া হয় আর এখানে একটি সংক্ষিপ্ত ভাবে পড়া হয় আপনি বিস্তারিত পড়তে পারেন।
বিএসসি নার্সিং পড়ার মানে অনার্স এর সমমান। একজন অনার্স শিক্ষার্থী যেখানে পরীক্ষা দিতে পারবে আপনি বিএসসি নার্সিং পাস করল সেখানে পরীক্ষা দিতে পারবেন এমনকি বিসিএস দিতে পারবেন।
babynaznin publisher