ছাত্র বয়সে বিজনেস শুরু করার ভালো পরিকল্পনা কি কেউ শেয়ার করবেন?
10
0
1 Answers
11.3 K
0
Answered
2 years ago
বর্তমানের তরুণ প্রজন্মের কাছে চাকরির চাইতে ব্যবসা বেশী প্রাধান্য পাচ্ছে। কারণ এতে নির্দিষ্ট কোন কোয়ালিফিকেশন বা সময় লাগে না, পড়াশুনার পাশাপাশি নিজের সুবিধা মতো কাজ করে আয় করা যায়। বিভিন্ন ধরণের ব্যবসার মধ্যে ফুড বিজনেসের দিকে তরুণরা বেশী ঝুঁকছে। তবে ফুড বিজনেস করা কোন সোজা কথা না। সঠিক গাইডেন্স ও মার্কেট নলেজের অভাবে অনেক তরুণ উদ্যোক্তা শুরুতেই বিপাকে পড়ে। এই ব্যাপারটা মাথায় রেখে আজকের লেখা লিখছি। কলেজ পড়ুয়াদের জন্য ৪টি সহজ ফুড বিজনেস আইডিয়া৷ আপনি যদি পড়াশুনার পাশাপাশি উদ্যোক্তা হতে চান তাহলে এই এই লেখা থেকে জানতে পারবেন কিভাবে কম খরচে ফুড বিজনেস করতে পারবেন সে সম্পর্কে।
১. ফুড কার্ট
২. রেডিমেড মসলা
৩. হোমমেইড স্ন্যাকস অ্যান্ড সুইটস
৪. কুকিং চ্যানেল
এই বিষয়ে সত্যি আগ্রহী হলে বিস্তারিত লেখা পড়ে নিন।
chayan publisher