Answered 2 years ago
আপনাকে ধন্যবাদ প্রশ্নটিই করার জন্য
আপনি কি মনে করেন অনার্স শেষ করে আপনি চাকরি করবেন সেই চাকরির বেতন দিয়ে পরবর্তী জীবন পরিচালনা করবেন এমন চিন্তা ভাবনা যদি মাথায় থেকে থাকে এখনই আপনি সেই চিন্তাটা পরিবর্তন করে নিন অন্যথায় আপনার জন্য কঠিন সময় অপেক্ষা করছে, বিশ্বাস করতে অসুবিধা হলেও এটাই বাস্তব। সাধারণত আপনি মনে করেন অনার্স শেষ করে কোন একটা ছোটখাটো চাকরি বাকরি করে নেব কিন্তু এটা একদমই ভুল সিদ্ধান্ত আপনার। আপনার মত এমন হাজারো ছাত্র এমন চিন্তা ভাবনা নিয়ে বসে আছে যাদের কর্মসংস্থান নেই তদের কোনো অভিজ্ঞতা নেই, যাদের বাস্তব কোনো জ্ঞান নেই। খুব খারাপ সময়ের মধ্য দিয়ে দিন পার করতে হবে যদি আপনি মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকেন।
আপনার যা করা উচিত এখন
কষ্ট করে হলেও কোন একটা অভিজ্ঞতা তৈরি করে নেন যেমন নিজের পায়ে নিজে দাঁড়ানোর চিন্তাটাকে কঠিন ভাবে গ্রহন করুন, অনলাইনে কোন একটা কাজের প্রশিক্ষণ নেন, ফ্রিল্যান্সিং করুন যদিও এটা অনেক কঠিন কাজ তবে অনেক মানুষ সহজ ভাবে নেয় এবং গুরুত্বের সাথে নেয় না। প্রযুক্তির যুগে এটাই একমাত্র স্থায়ী পন্থা এটাকে সম্বল করে নিয়ে সামনে এগোনো সম্ভব যদি আপনার পরিশ্রম কঠিন হয়ে থাকে। জানি এত আজে বাজে বক্তব্য শোনার সময় আপনার নাই, বিশ্বাস করেন আপনার পকেটের যখন তাকা থাকবেন না আপনার পরিবারের কাছে আপনি একটু বোঝা হয়ে দাঁড়াবে নিজের জীবনকে মূল্যহীন মনে হবে, বাস্তবতা বড়ই কঠিন অর্থ ছাড়া আপনার মূল্যায়ন হবে না কোনোদিন কারো কাছে।
ধন্যবাদ আপনাকে
Anika publisher