Answered 3 years ago
ছাত্রজীবনে নিজের পড়ালেখার সময়টা ঠিক রেখে টিউশনি ও কম্পিউটার দক্ষতা দুটোই করা যায়। টিউশনি করার মাধ্যমে নিজেকে পড়াশোনায় আরো দক্ষ করে তুলতে পারবেন।
ছাত্রকে বুঝাতে গেলে নিজে কী বুঝছেন না সেটা সামনে চলে আসবে।
আপনার কিছু টাকা আয় হবে। যোগাযোগ দক্ষতা বাড়বে।
কম্পউটার দক্ষতা অর্জন আপনাকে অন্যান্যদে চাইতে এগিয়ে রাখবে।
rabiyakhatun publisher