ছাত্রজীবনের ছোট ব্যবসা কোনটা ভালো হবে যেটা দিয়ে আমার পড়ালেখার খরচ চালনো যাবে?

1 Answers   5.8 K

Answered 3 years ago

ছাত্র অবস্থায় সবার প্রথম কোন একটি দক্ষতা খুব ভালোভাবে শিখতে হবে যেমন: ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, লেখালেখি করা, ভয়েস ওভার, কনটেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি।

দ্বিতীয়তঃ দক্ষতা টি ভালোভাবে শেখার পর এই দক্ষতার উপর ভিত্তি করে একটি ফ্রিল্যান্সিং ব্যবসা শুরু করে দেওয়া যেতে পারে।

ছাত্র অবস্থায় অনলাইন কেন্দ্রিক ডিজিটাল পণ্য এবং সেবার ব্যবসা সবথেকে লাভদায়ক এবং সুবিধাজনক হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, ইউটিউবিং, ব্লগিং, ডিজিটাল সেলস, ডিজিটাল কনসাল্টিং, ভিডিও কনটেন্ট, অডিও বুক ইত্যাদি।

এই ব্যবসা গুলোর বাজার দিন দিন বড় হচ্ছে এবং ভবিষ্যতেও বড় হতে থাকবে।

সঠিক কোন দিকনির্দেশনা পেলে, খুব সহজেই এমনকি অল্প বিনিয়োগ করেই এই ব্যবসা গুলো শুরু করে দেওয়া যায় তবে যদি কৌশল জানা থাকে বিনামূল্যেই শুরু করা যাবে।

আর এই ব্যবসাগুলো পরবর্তীতে বড় করা যায়, যা কিনা বিশাল কর্পোরেট আকারে তৈরি করা যাবে যদি সে ছাত্র অবস্থা থেকে এখানে ক্যারিয়ার করতে চায়।

Munni Khatun
munnikhatun
429 Points

Popular Questions