চেঙ্গিস খান কেমন ছিলেন? তার ইতিহাস সম্পর্কে কিছু বলে যান।

1 Answers   10.9 K

Answered 2 years ago

এটির আসল উত্তর ছিল: চেঙ্গিস খান কেমন ছিলেন ? তার ইতিহাস সম্পর্কে কিছু বলে যান । "বিধাতার অভিশাপ" & "বিশ্বের ত্রাস" নামে অভিহিত অসাধারণ ধীশক্তিসম্পন্ন চেঙ্গিস খান মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার বাল্যনাম ছিলো "তিমুজিন", মাত্র ১৩ বছর বয়সে সিংহাসন লাভ করে তিনি সর্বপ্রথম চীন সাম্রাজ্যে অভিযান চালান এবং মাত্র ৫ বছরে সুঙ্গ ও কিনবংশ সাম্রাজ্যভুক্ত করেন। কিন রাজবংশের নৃপতি। চেঙ্গিস খানের অন্যতম বিজয়াভিযান ছিল খাওয়ারিজমের নৃপতি মোহাম্মদ শাহের বিরুদ্ধে। এ অভিযানে মোঙ্গল বাহিনী চীনাদের নিকট হতে বারুদের ব্যবহার সম্বন্ধে জ্ঞান লাভ করে সর্বপ্রথম কামান ব্যবহার করে এবং দীর্ঘ ৬ মাস অবরোধের পর চেঙ্গিস খান ক্ষিপ্রগতিতে বোখারা, হিরাট, বলখ, তাসখন্দ, সমরকন্দ প্রভৃতি মধ্য এশিয়ার সমৃদ্ধ নগরী জয় করেন। পরবর্তীকালে নেপোলিয়ন যে সামরিক মেধার অধিকারী ছিলেন চেঙ্গিস খান ত্রয়োদশ শতাব্দীতেই সমরনেতারূপে সেরূপ খ্যাতি অর্জন করেছিলেন। চেঙ্গিস খানের সৈন্যবাহিনী ছিল প্রশিক্ষণপ্রাপ্ত, ক্ষিপ্রগতিসম্পন্ন ও সুসজ্জিত। তাদের প্রতি ১০জন নিয়ে ১টি ইউনিট গঠিত হত, কয়েকটি ইউনিট নিয়ে ১টি দল, কয়েকটি দল নিয়ে ১টি বাহিনী এবং কয়েকটি বাহিনী নিয়ে ১টি ডিভিশন। সরাসরি অভিযান, অতর্কিত আক্রমণ, পরিখা খনন ছাড়াও মোঙ্গল বাহিনী সামরিক অস্ত্রশস্ত্র ও কামান ব্যবহার করতো। চেঙ্গিস খান ব্যাবিলনীয় সম্রাট হামুরাব্বির মতো একটি আইনকাঠামো প্রণয়ন করেছিলেন, যার নাম ছিল "উলাঙ্গ ইয়াছা", তার রাজ্যে বিদ্যাশিক্ষা ছিল বাধ্যতামূলক। চেঙ্গিস খান পৌত্তলিক ছিলেন তবে পরধর্মসহিষ্ণু-ও।
NR Rana
nrrana
186 Points

Popular Questions