চেকের মামলায় আপিল আদালত এক বছর সাজা বহাল রাখেন, কিন্তু হাইকোর্টে রিভিশন করার জন্য রিভিশনের শর্তে আপিল আদালত জামিন দিতে পারেন আইন কী কী আছে?

1 Answers   11.7 K

Answered 2 years ago

ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন । ফৌজদারি কার্যবিধি ৪২৬ এবং ৪৩৯ ধারার । বিধান মোতাবেক আপীল বা রিভিশন দায়েরের শর্তে জা মিন মঞ্জুর করে থাকেন। তবে সেখানে আপীল আদালতের ক্ষমতা সীমিত। যদি উক্ত রায়ের দিন আসামি উপসস্থিত থাকেন এবং রায় প্রচারের পর আসামি পক্ষের আইনজীবী উক্ত জমিন আবেদন করেন তাহলে আপিল আদালত উক্ত আবেদন মঞ্জুর করতে পারেন এ বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে তবে উক্ত সময়ের পরে আর আপিল আদালতে জামিন চাওয়ার বা পাওয়ার সুযোগ নেই। তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের মাধ্যমে রিভিশন দায়েরের শর্তে জামিন আবেদন করতে হবে সে ক্ষেত্রে জামিন নামঞ্জুর হলে যে আদালতে রিভিশন দায়ের করা হবে উক্ত আদালত থেকে জামিন গ্রহণ করে জেল হাজত থেকে মুক্ত হতে হবে।
Aariv
aariv
294 Points

Popular Questions