Answered 2 years ago
উপরের ছবির মানুষটিকে চিনেন? নাম নিরাজ চোপরা। এবার টোকিও অলিম্পিকে ভারতের হয়ে একমাত্র সোনাটি তিনিই জিতেছেন। আসলে সোনার পদকটির দাম যদি আমরা হিসাব করি তাহলে বর্তমান বাজারে এর মূল্য প্রায় ৭০ হাজার টাকার মত হবে। কিন্তু এই পদকের আসল মূল্য এর বাজার দরে সীমাবদ্ধ থাকেনা, এই পদক জয় যে একটি দেশের জন্য কতটা সম্মান বয়ে আনে, তা ভারত সরকার ভালো করেই জানে। তাইতো এই নিরাজ চোপরাকে কোটি কোটি ভারতীয় রুপি পুরষ্কার দেয়ার হিড়িক পড়ে গেছে। এই যে নিরাজ চোপরা কে দেশের জন্য একমাত্র সোনা আনার জন্য এত এত পুরষ্কার দেয়া হচ্ছে, এতে কি হচ্ছে জানেন? ভারতের হাজারো তরুন তরুনীর মনে স্বপ্নের বীজ বুনছে যে তারাও দেশের জন্য সোনা নিয়ে আসবে। তারা স্বপ্ন দেখেই ক্ষ্যান্ত হবেনা, স্বপ্নকে সত্যি করার জন্য অনেক চেষ্টা করবে, দিনরাত পরিশ্রম করবে, নিজেকে উজাড় করে দিবে।
স্বপ্ন দেখাতে পারা বা স্বপ্ন দেখতে পারা কিন্তু অনেক বড় জিনিস। এই স্বপ্নালু তরুণ তরুণী নিজেদের শভাগ দিয়ে চেষ্টা করবে দেশকে সোনা এনে দেয়ার। হয়তো এই চেষ্টায় সবাই সফল হবে না। সবার সফল হওয়া সম্ভব ও না। কিন্তু আমি একটা ব্যাপারে নিশ্চিত যে সামনের অলিম্পিকে ভারত একাধিক সোনা জিতবে। পদকের সংখ্যা কমপক্ষে পনের-বিশটি তো হবেই। এটাই প্রসেস। এভাবেই একটা দেশ একটা নির্দিষ্ট অঙ্গনে এগিয়ে যায়।
এবার বাংলাদেশে ফিরে আসি। কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা। বাংলাদেশ এই প্রতিযোগিতায় ব্যক্তিগত ও দলগত উভয়টিতেই দ্বিতীয় রানার আপ হয়েছে। এটা আসলে কত বড় একটা অর্জন বুঝতে পারেন? যে ছেলে মেয়েগুলো এই প্রতিযোগিতায় জিতে আসলো তাদের প্রত্যেকের পটেনশিয়াল আছে পরবর্তী জুকারবার্গ হওয়ার কিংবা পরবর্তী এলোন মাস্ক হওয়ার। এই ছেলেমেয়েগুলোকে সঠিকভাবে নার্চার করলে দেশের ভাগ্য পালটে যেতে পারে। কিন্তু দেশের হর্তাকর্তাদের কি সেসব নিয়ে ভাবার ফুরসত আছে? দেশে কোনো একটা মিডিয়া এসব খবর প্রচার করে না। একটা পত্রিকার কোণায় ছোট করে এই বিজয়ের খবর ছাপা হয়েছিল।
এই অবহেলিত মেধাবীগুলো কি করবে জানেন? এরা একদিন দেশ ছেড়ে চলে যাবে। উন্নত দেশ গুলো তাদেরকে সঠিক নার্চারিং করে তাদের মেধাগুলোকে ওই দেশের উন্নয়নে কাজে লাগাবে। সেই দেশ আরও উন্নত হবে। আর আমরা আগে যেখানে ছিলাম সেখানেই পড়ে রইবো। তাই আপনারা যদি আশা করেন যে সারা বছর সাকিব আল হাসান এর ক্রিকেটীয় অর্জন আর পরিমনির স্ক্যান্ডাল নিয়ে পড়ে থাকার পরও আপনারা চ্যালচ্যালিয়ে বিজ্ঞান-প্রযুক্তিতে এগিয়ে যাবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন!!!!
Moushumi Hamid publisher