Answered 3 years ago
আমরা কীভাবে কোনো বস্তুকে দেখি??
অবশ্ই আলোর প্রতিফলনের কারণে।
আমরা তখনই কোনো বস্তুকে দেখতে পাই, যখন সূর্যের আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে।
এই বিশাল মহাবিশ্বে রয়েছে সূর্যসহ বিভিন্ন গ্রহ, নক্ষত্র, ধুমকেতু আরো কতো কী!! তারা সবাই এই বিশাল মহাকাশে বিরাজমান।আমরা জানি, সূর্য থেকে অন্যান্য গ্রহ বা গ্রহ থেকে গ্রহ, এদের মাঝখানে মহাশূন্য। যার মানে হলো এমন কোনো কিছু নেই যার থেকে আলো প্রতিফলিত হয়ে আসতে পারে। অর্থাৎ আলো প্রতিফলিত না হলে সেটা তো অন্ধকারই দেখাবে। আর এই কারণেই পৃথিবী এবং সূর্যের মাঝখানে মহাকাশ অন্ধকার দেখায়।
tofiqali publisher