Answered 3 years ago
কোন কিছু হুট করেই বয়কট করা সম্ভব নয়।
একই স্পেসিফিকেশনের কোরিয়ান ফোনের দামের এক-তৃতীয়াংশ দিয়ে চাইনিজ ফোন কিনতে পাওয়া যায়। তাই চাইলেই গ্লোবালাইজেশনের এই যুগে কোন দেশের প্রোডাক্ট সম্পূর্ণভাবে বয়কট করা যায় না।
চাইনিজ ফোনগুলো বাজারে না আসলে কোরিয়ান, ইউরোপীয়, আমেরিকান কোন কোম্পানি কম দামে ফোন বিক্রি করত না। চাইনিজ ফোনের সাথে প্রতিযোগিতায় হেরে, কাস্টমার ধরতে তারা বাধ্য হয়েই দাম কমিয়েছে।
প্রশ্নটা বরং এভাবে হতে পারত —"চীনা ফোন ভারতে না আসলে, এত অল্প দামে মধ্যবিত্ত ভারতীয়রা ভাল ফোন কিভাবে কিনবে"
আসলে কোন কিছু বয়কট করার আগে দেশীয় খাতকে সুরক্ষা দিয়ে, স্বনির্ভরতা অর্জন করতে হবে। আবেগের বশে বয়কট করে দিলেই, কোন কিছু অর্জন হয়ে যায় না।
renurekhena publisher