Answered 2 years ago
শুধু চিন নয়, পাঁচটি দেশকে ড্রাগনের দেশ বলা হয়।
১।চিন
২।জাপান
৩।দক্ষিন কোরিয়া
৪।তাইওয়ান
৫।মায়ানমার
চিন হলো হলুদ ড্রাগনের দেশ।
ড্রাগন নিয়ে চিনে নানা কাহিনি প্রচলিত আছে। তাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গেও ড্রাগনের সম্পর্ক দীর্ঘ দিনের। যে ড্রাগন চিনাদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে, বাস্তবে আদৌ কি ড্রাগন বলে কিছু ছিল? তবে ড্রাগনের অস্তিত্ব ছিল বলে চিনাদের একটা দৃঢ় বিশ্বাস রয়েছে। ড্রাগন কেমন দেখতে ছিল তা নিয়েও নানা বর্ণনা রয়েছে চিনের বহু গ্রন্থে।
raju007 publisher