চাইনিজ মোবাইল ফোনগুলো মধ্যে সব চেয়ে ভালো কি রেড মি ফোন?

1 Answers   5.3 K

Answered 3 years ago

বছর খানিক আগেও আমাদের চাইনিজ ফোন গুলোর উপর ভরশা ছিল না, কিন্তু বর্তমানে বেশ কিছু চাইনিজ ব্র্যান্ড গ্লোবালি পরিচিত লাভ করেছে তাদের মানসম্মত অত্যাধুনকি স্মার্টফোন বাজারে আনার জন্য। মজার বেপার হলো, আমাদের দেশে বিক্রিত স্মার্টফোনে গুলোর মধ্যে এইসব চাইনিজ ব্র্যান্ড সেরা। বর্তমানে সবচয়ে উল্লেখযোগ্য চাইনিজ ব্র্যান্ড এর স্মার্টফোনে গুলো হলো -

1) Xiaomi

2)Huawei

3)Realme

4)Oppo

5)Vivo

এইসব চাইনিজ ব্র্যান্ড গুলো বাজার দখলের অন্যতম কারণ হলো কম মূল্যে বেশি ফিচারস ও বিক্রয়ওর সেবা প্রদানের জন্য।


Trycia Towne
oishe
366 Points

Popular Questions