Answered 3 years ago
চতুর্মাত্রিক জগত সম্পর্কে আমি সবচেয়ে ভালো ধারণা এখন পর্যন্ত পেয়েছি একটি সায়েন্স ফিকশন বইয়ে পড়েছিলাম । কিন্তু কোন লেখক বা কোন বইয়ে পড়েছিলাম তা আমার মনে নাই। কিন্তু আমার মনে আছে উনি উদাহরণ দিয়েছিলেন সেই উদাহরণটা দেব এবং তার সাথে আমি আমার নিজের কিছু কথা যুক্ত করবো। তার আগে আমি আপনাকে একটা বিষয় বলতে চআই আপনাকে তা হলো ত্রিমাত্রিক জগতে থাকে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কিন্তু চতুর্মাত্রিক জগতে এর সাথে সময় যুক্ত হয়েছে অর্থাৎ এখানে চারটি অক্ষ রয়েছে। তো উদাহরণটা ছিল কিছুটা এমন যে একটি বিছানার চাদর আপনি কল্পনা করুন যা একদম টান করা আছে( আমার বলার মানে কোথাও ভাজ বা কুচকে থাকবে না) এর মাঝে আপনি একটি ফুটবল বা যেকোনো বল রাখুন । এতে সেই জায়গাটা কিছুটা নিচু হয়ে যাবে। তো এখানে আপনি বিছানার চাদরকে দৈর্ঘ্য, প্রস্থ ও বলের উচ্চতা পাবেন আর যেই জায়গাটা নিচু সেটা সময় বিবেচনা ক্রুন। এখন পুরো মডেলটিকে আপনি যদি সৌরজগৎ এর সাথে তুলনা করেন তবে আপনি বুঝতে পারবেন চতুর্মাত্রিক জগত সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। আরো সহজ করার জন্য আমি আমার কিছু কথা যুক্ত করব আপনি যদি আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র পড়েন তবে আপনি সময়ের আপেক্ষিকতা নিয়ে জেনে থাকবেন । যেই সুত্রানুসায়ী প্রতিটি গ্রহের সময় বিভিন্ন হয় থাকে। এটাকে আপনি যদি এই মডেলের সাথে তুলে যুক্ত করেন আমার ধারণা আপনি চতুর্মাত্রিক জগত সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেছেন।
যদি কোনো ভুল হয়ে থাকে তবে মন্তব্যে আমাকে জানাতে পারেন কারণ আমি নিজেও একজন মানুষ তাই আমার ভুল জানিয়ে আমাকে আমার ভুল থেকে শিক্ষা নিতে দিন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
jakirrana publisher