ঘড়ির কাঁটা সবসময় ডান দিক থেকে বামদিকে ঘোরে কেন?

1 Answers   11.6 K

Answered 3 years ago

সাধারণ দেয়াল ঘড়ি

তবে প্রাচীন মিশরীয় সভ্যতা থেকেই ঘড়ির ব্যবহার শুরু হয়। মানুষ সর্বপ্রথম সূর্যঘড়ি ব্যবহার করা শুরু করে। চীনে জলঘড়ি আবিষ্কার করা হয় বলে ধারণা করা হয়। নানারকমের ঘড়ি আছে

সূর্যঘড়ি

জলঘড়ি

বালুঘড়ি

বৈদ্যুতিক ঘড়ি ইত্যাদি।

বর্তমানের ঘড়ির কাটা ডান দিকে ঘুরার কারন

বর্তমানের ঘড়ির যা কাটাভিত্তিক তার প্রচলন শুরু হয় ষোড়শ শতাব্দীতে ইউরোপমহাদেশে। ইউরোপ হল উত্তর গোলার্ধে অবস্থিত। সূর্য সবসময়ই তাদের জন্য দক্ষিণ আকাশে হেলে থাকে। তাই ইউরোপ এ কোন কিছুর ছায়া ডান দিকে ঘুরে সূর্যের জন্য। তাই ঘড়ি বানানোর সময় এই বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ব্যবহার করা হয়। তাই ঘড়ির কাটা ডান দিকে ঘুরে।

ঘড়ি দক্ষিন গোলার্ধে অবস্থিত কোন দেশে আবিষ্কার হলে, সেটা হয়ত বামেই ঘুরত তখন।


Sagor Ahmed
Sagor Ahmed
780 Points

Popular Questions