Answered 2 years ago
আমি একেবারে ফার্ম এর প্রানীর মতন চার দেয়ালের ভেতরে বেড়ে উঠেছি। গ্রাম বলতে যেটা দেখেছি সেখানে বিদ্যুৎ, টেলিফোন, এমনকি ডিশ এন্টেনাও ছিলো। একেবারে অন্ধকার গ্রাম বলতে যেটা বোঝায়, সেটা দেখার সুযোগ হয়নি। তাই আমি চাষাবাদ, গাছপালা, মাছ ইত্যাদি বুঝি না।
এখন দেখছি আমার চেয়েও অজ্ঞ মানুষ আছে। থাকবেই তো, নতুন প্রজন্মের তো গ্রাম দেখার সুযোগ আরো কম। এখন তো গ্রামে মোবাইল ফোন, ইন্টারনেট সবই পৌছে গেছে। চাষাবাদের বিষয় জানবে কিভাবে !!
ফসল কাটার পরে, পুরাতন ফসলের উচ্ছিস্ট অংশ জমিতে পড়ে থাকে। সেগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হয়। সেই সাথে জমিটিও সমান করতে হয়। যাতে জমিটি নতুন ফসল বপন করার উপযুক্ত হয়ে ওঠে। এই কাজটি করার জন্য রোলার হলে ভালো হতো। আপনি অবশ্যই রোলার জিনিসটা চেনেন। ভারী একটি গোলাকার বস্তু গড়িয়ে নিয়ে রাস্তা সমান করা হয়। সেই রোলার দিয়ে চাষার জমি সমান করতে পারলে ভালো হতো।
দরিদ্র চাষী রোলার জোগাড় করতে পারে না। তাই গরুর পেছনে মই বেঁধে সেটা দিয়ে জমি সমান করে। এভাবে জমি সমান করাকে "মই দেওয়া" বলে।
এবার একজন চাষীর একটি পরিস্থিতি চিন্তা করুন। কয়েক মাস ধরে কস্ট করে চাষাবাদ করেছে। তার জমিতে ধান পেকেছে। আর কয়েকদিন পরেই চাষী সেই ধান কেটে নিয়ে আসবে। সেই ধান বাজারে বিক্রি করে টাকা পাবে। হতে পারে, ওটাই তার ওই বছরের একমাত্র আয়।
এমন সময়, কোন একজন ওই চাষীর জমিতে "মই দিয়ে" তার সকল পাকা ধান নস্ট করে ফেললো।
এভাবে পাকা ধানে মই দিলে, চাষীর কত বড় ক্ষতি হবে সেটা বুঝেছেন? এখনও যদি না বোঝেন, আপনার জন্য আরো উপায় আছে। সারা বছর লেখাপড়া করার পরে, পরীক্ষার আগের রাতে কেউ যদি আপনার "প্রবেশ পত্র" ছিড়ে ফেলে, তাহলে কেমন অবস্থা হবে? সারা মাস চাকরী করার পরে, আপনি বেতনের খাম পেয়েছেন, সেটা যদি কেউ পুড়িয়ে ফেলে তাহলে কেমন অবস্থা হবে?
পাকা ধানে মই দেওয়া মানে, একজন চাষীর অনেক বড় ক্ষতি করা। তার কয়েক মাসের পরিশ্রম বৃথা হয়ে যায়। চাষীর আয় রোজগার বন্ধ হয়ে যায়।
আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছে? এই কথাটির অর্থ - আমি তোমার কোন বড় ক্ষতি করেছি?
Shilpi publisher