গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম আর ইংল্যান্ড এই তিন রকম নামের কারণ কী?

1 Answers   9.9 K

Answered 3 years ago

ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। দ্বীপগুলোকে একত্রে ব্রিটিশ দ্বীপপুঞ্জ নামে অভিহিত করা হয়। এইগুলো হল:

গ্রেট ব্রিটেন: যুক্তরাজ্যের সর্ববৃহৎ দ্বীপটির নাম বৃহৎ ব্রিটেন বা গ্রেট ব্রিটেন।

ইংল্যান্ড: গ্রেট ব্রিটেনের সবচেয়ে বড় ও জনবহুল ভাগটির নাম ইংল্যান্ড, যা দ্বীপের দক্ষিণ ও পূর্ব অংশ গঠন করেছে।

ওয়েলস এন্ড স্কটল্যান্ড : পশ্চিম অংশে আছে ওয়েলস এবং উত্তরে স্কটল্যান্ড।

উত্তর আয়ারল্যান্ড: আয়ারল্যান্ড দ্বীপের উত্তর-পূর্ব প্রান্তে উত্তর আয়ারল্যান্ড।

এই সকল দ্বীপ মিলে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য গঠিত হয়েছে।

সমগ্র যুক্তরাজ্যকে ব্রিটেন নামেও ডাকা হয়। তবে গ্রেট ব্রিটেন নামটি আর সমগ্র দেশটিকে বোঝাতে ব্যবহার করা হয় না; এটি কেবল গ্রেট ব্রিটেন দ্বীপকে বোঝাতে ব্যবহার করা হয়। ইংল্যান্ড দিয়েও সমগ্র যুক্তরাজ্যকে বোঝানো হয় না। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের অধিবাসীরা সবাই ব্রিটিশ। আবার ইংল্যান্ডের অধিবাসীরা ইংরেজ, ওয়েলসের অধিবাসীরা ওয়েলশ,যুক্তরাজ্য অধিকৃত আয়ারল্যান্ডের অধিবাসীরা আইরিশ এবং স্কটল্যান্ডের অধিবাসীরা স্কটিশ হিসেবে পরিচিত।

অর্থাৎ, গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইত্যাদি দিয়ে মূলত ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত বিভিন্ন অঞ্চল কে বোঝানো হয়

ইউনাইটেড কিংডম দিয়ে যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত সকল অঞ্চলকে বোঝানো হয়

তবে ইংল্যান্ড , স্কটল্যান্ড এগুলোর আলাদা গুরুত্ব আছে। কেননা এরা এক সময় একক রাষ্ট্র ছিল যা পরবর্তীতে কিছু চুক্তির মাধ্যমে এক হয়।


Rasel Rana
rasel.rana12
189 Points

Popular Questions