গ্রামে থেকে ছাগল পালন করলে কিরকম লাভবান হওয়া যায়? আর প্রাথমিক পর্যায়ে কত টাকা এবং কিভাবে শুরু করা যায়?

1 Answers   2.1 K

Answered 3 years ago

ছাগলের চেয়ে ভেড়া লাভ জনক।বছরে ২ বার বাচ্চা দেয়। একবারে ৪টা পরযন্ত। নিজস্ব গুন্ডা বাহিনী না থাকলে করবেন না। আমি করেছিলাম।লোক রেখে। আওয়ামী মাস্তানেরা সব জবাই করে পিকনিক করছে।জানের মায়া য় আমার কাজের লোক কিছু বলতে পারেনি। একজন হিজড়া 100 টি ছাগল পালন করে মাসে 100000 টাকা কামাই করছেন

Rabiya Khatun
rabiyakhatun
482 Points

Popular Questions