আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কোরায় যেহেতু প্রশ্ন করেছেন ধরেই নিচ্ছি ইন্টারনেট সমর্পকে বেসিক জ্ঞান আছে। এবার এই বেসিক জ্ঞান কে কাজে লাগিয়ে শিখে ফেলতে পারেন গ্রাফিক্স ডিজাইন। ইউটিউব, বিভিন্ন ব্লগ ঘাটাঘাটি করলে এমনিতেই শিখে যাবেন। গ্রাফিক্স ডিজাইন টা আসলে একটা আর্ট ট্রেনিং সেন্টার গুলো আপনাকে হয়তো কিভাবে কাজ করবেন সেটা শিখাবে কিন্তু দিন শেষে নিজের ক্রিয়েটিভিটি দিয়েই ডিজাইন করতে হবে। তাই আমি বলব ট্রেনিং সেন্টারে গিয়ে টাকা নষ্ট না করে অনলাইনেই শিখুন।
jotikhatun publisher