Answered 2 years ago
চুলায় দুধ উথলে পড়ে। এটা প্রায় সবার জীবনেই অনেকবার করে ঘটেছে। আমার জীবনেও ঘটেছে। এক কেজি দুধের দাম ৮০ থেকে ১০০ শ' টাকা। সেই দুধ পড়ে গেলে দুঃখ লাগে। দুধ পোড়া গন্ধ খুব বাজে লাগে। তাছাড়া চুলা পরিস্কার করতে হয়। অনেক দিকদারি। এত বায়ান্নাক্কা ভালো লাগে না। যাইহোক, দুধ চুলায় দিয়ে অন্য কোথাও যাবেন না। টানা দশ পনের মিনিট চুলার পারেই থাকুন। এক দৃষ্টিতে দুধের দিকে তাকিয়ে থাকবেন। কেউ ডাকলেও যাবেন না। হাতের কাছে মোবাইল রাখবেন না। হাতের কাছে মোবাইল থাকলে মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন, এই ফাঁকে দুধ পড়ে যাবে।
rockyahmed publisher