গুগল কেন তার ব্রাউজারের নাম ‘ক্রোম’ রেখেছিল?

1 Answers   12 K

Answered 3 years ago

ক্রোম ডেভেলপমেন্ট এর শুরুর দিকে ডেভেলপাররা একটি প্রতিকী নামের জন্য একরকম ভোটের ব্যবস্থা করেছিলেন। কিন্তু প্রস্তাবিত কোন নামই রুচিসম্মত না হওয়ায় নেতৃত্বাধীন একজন ডেভেলপার “Chrome” শব্দটি উত্থাপন করেন, এর পিছনে কোন নির্দিষ্ট কারণ নেই, আর প্রতিকী নাম হওয়ায় কেউ কোন আপত্তিও জানায়নি। ক্রোম শব্দটি চকচকে স্টিল (glossy steel) জাতীয় পদার্থের জন্য ব্যবহৃত হয়, ডেভেলপাররা এই বৈশিষ্ট্যকে গতি এবং আধুনিকতার সাথে সম্পর্কিত করেছিলেন।

ডেভেলপমেন্ট শেষে যখন চূড়ান্ত নাম নির্ধারণের সময় এলো, তখন ডেভেলপাররা ভাবলেন শুধু শুধু নতুন নাম খোঁজার চেয়ে তারা যেই নামে অভ্যস্ত হয়ে পড়েছেন সেই নামেই একে বাজারে ছাড়বেন। এই হলো কাহিনী, এই নামকরণের পিছনে কোন রহস্য বা সুনির্দিষ্ট কারণ ছিলোনা।


karshed Ahmed
karshedahmed
212 Points

Popular Questions