Answered 3 years ago
বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে বলতে গেলে গুগলকে টেক্কা দেওয়া পুরোপুরি অসম্ভব বলে মনে হয় কিন্তু অতীত সর্বদায় ভিন্ন কথা বলে। অনেক বড় বড় কোম্পানি নিঃশেষ হয়ে গেছে সামান্য কিছু ভুলের কারণে। গুগোল কখনো ভুল করবে না এমনটাও নিশ্চিত হয়ে বলা যায় না। এই ডিজিটাল প্রযুক্তির যুগে চারদিকে গুগোলের পরিসেবার সমাহার। তাই বলে গুগোলের কোনো বিকল্প বা প্রতিদ্বন্দ্বী নেই এমনটা নয়। যদি কখনো গুগোল নূন্যতমও ভুল করে বা তার জায়গা ধরে রাখতে ব্যার্থ হয় তবে অন্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো নিমিষেই তার জায়গা দখল করে নিবে।
munnikhatun publisher