গুগল আমার সম্পর্কে কী কী জানে?

1 Answers   8.7 K

Answered 3 years ago

হ্যাঁ ! গুগল আমাদের সম্পর্কে সব জানে। শুধু জানে তা কিন্তু না গুগল আমাদের তথ্য জমা করে রাখে। আর এই জমাকৃত তথ্য কোন কাজে ব্যবহার করে তা জানলে আপনি অবাক হবেন....

বিশ্বায়ানের এই যুগে আমাদের সবার আলাদা আলাদা দুটি পরিচয় রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে - জেনুইন আইডেন্টিটি বা সচারাচর ব্যবহৃত পরিচয়। আর অপরটি হচ্ছে - ভাচুর্য়াল আইডেন্টিটি বা নেটওয়ার্ক জগতে ব্যবহৃত পরিচয়। জেনুইন আইডেন্টিটি ও ভাচুর্য়াল আইডেন্টিটি অনেকের সেইম হয়ে থাকে। আবার অনেকের ভিন্ন হয়ে থাকে। জেনুইন আইডেন্টিটি কেউ জমা না করলেও ভাচুর্য়াল আইডেন্টিটি অনেকের কাছেই জমা থাকে। টেক জায়েন্ট গুগল তথ্য জমাকারীদের মধ্যে সর্বপ্রথমে রয়েছে। আর দ্বিতীয় স্থানে ফেইসবুক।

আজ আমরা ফেইসবুক নিয়ে কিছু বলব না। আজ কথা হবে - "গুগল আমাদের সম্পর্কে সব জানে কিনা না" -এই বিষয়টি নিয়ে। তাই পুরো আর্টিকেলটি পড়তে থাকুন। আশা করি নতুন কিছু জানতে পারবেন....


গুগল কে টেক জায়েন্ট কেন বলা হয় ?

গুগল কে বলা হয় - টেক জায়েন্ট। গুগল টেকনোলজি দুনিয়ায় সবচেয়ে বড় এবং বহুল ব্যবহৃত হয় বিধায় গুগল কে টেক জায়েন্ট বলা হয়। গুগল টেক জায়েন্ট -এ কথাটি কতটা সত্য তা কাউকে জিজ্ঞেস করে জানতে হবে না। আমরা নিজে নিজেই কথাটির সত্যতা যাচাই করতে পারবো। যাচাই করার জন্য আমরা টেকনোলজি রিলেটেড কিছু প্রশ্নের উত্তর বের করবো। যা নিচে ধাপে ধাপে যাচাই হবে।

suggested for you :

https://solutionmama1.blogspot.com/2021/12/top-5-amazing-facts-about-google.html

গুগল কোন কোন বিষয়ে সবার আগে ?

টেকনোলজি বিষয়ে প্রায় সব গুলোতে গুগল সবার আগে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে -

সার্চ ইঞ্জিন হিসেবে

বৃহৎ অ্যাপ স্টোর হিসেবে

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হিসেবে

ম্যাপ সুবিধা হিসেবে

ক্লাউড স্টোরেজ হিসেবে

ইন্সট্যান্ট মেসেজিং ও ভিডিও কলিং হিসেবে

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে

সেরা ট্রান্সলেটর হিসেবে

ওর্য়াক ও প্রোডাক্টিভিটি হিসেবে

সেরা নোটস হিসেবে

আরো অসংখ্য বিষয়ে গুগল সবার আগে।

গুগল আমাদের সম্পর্কে সব জানে ?

হ্যাঁ ! গগল আমাদের সম্পর্কে সব জানে। শুধু যে জানে তা কিন্তু না গুগল আমাদের তথ্য জমা করে রাখে। আর এই জমাকৃত তথ্য কোন কাজে ব্যবহার করে তা জানলে আপনি অবাক হবেন।গুগল আমাদের তথ্য ব্যবহার করে বছরে মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার ইনকাম করছে। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন - "

আপনি কোন বিষয় সম্পর্কে জানতে বা কোন কিছু কেনার জন্য যখন গুগলে সার্চ করে দেখেন ঠিক তার পর থেকে বেশির ভাগ এড আপনার বিষয়টি রিলেটেড দেখায় কিন্তু কে

আসলে এর মূল কারণটি হচ্ছে গুগল। গুগল আমাদের তথ্য কে এনালাইসিস করে সেই বৃত্তিতে এড দেখানো শুরু করে। আর এই তথ্য আমরা গুগল কে বিভিন্নভাবে দিয়ে থাকি। শুধু যে সার্চ করার মাধ্যমে তথ্য দিচ্ছি তা কিন্তু না। আমরা আমাদের আরো অনেক ব্যক্তিগত তথ্য গুগলকে অজান্তেই দিয়ে দেই।আমরা অজান্তেই গুগল কে আমাদের ফোন কল,ছবি,ভিডিও এমনকি ব্যাংকের তথ্যও দিয়ে দেই। আর এই তথ্য গুলোকে এনালাইসিস করে গুগল আমাদের সম্পর্কে সব জেনে নেয়। শুধু যে জেনে নেয় তা কিন্তু না সেই তথ্য ব্যবহার করে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করেও নেয়।

তাই সহজ ভাবেই বলতে পারি,

গুগল আমাদের সম্পর্কে সব জানে।

তথ্য রক্ষার্থে কি করব ?

আগে আমরা সম্পদ বলতে বুঝতাম- সোনা, মণি-মুক্তা, হিরা, জমি,টাকা-পয়সা ইত্যাদি কে। কিন্তু একুশ শতকে এই গ সম্পদের ধারণা বদলে গেছে।এখন অন্য সব সম্পদের মতো তথ্যও একটি মহা মূল্যবান সম্পদ। আপনার এই মূলবান সম্পদ কে আপনি নিজেই রক্ষা কর‍তে পারবেন। কিভাবে রক্ষা করবেন -

রক্ষা করার জন্য সর্বপ্রথম আপনাকে সবধানতা অবলম্বন করতে হবে।

সেবা গ্রহণের সময় আপনার জেনুইন আইডেন্টিটি না দিয়ে ভাচুর্য়াল আইডেন্টিটি ব্যবহার করার চেষ্টা করুন।

যে কোন ধরনের সাইটে প্রবেশ কালে তাদের ট্রামস এন্ড কন্ডিশন ভাল করে দেখে নিন।

আপনি যার কাছে থেকে সেবা গ্রহণ করছেন তাকে বিশ্বাস না হলে কোন প্রকার তথ্য প্রদান করবেন না।

সকল অবস্থায় বিশ্বস্ত সেবা দাতাদের কাছে থেকে সেবা গ্রহণ করার চেষ্টা করুন।

উপরোক্ত বিষয় সম্পর্কে সুচ্চার থাকলে আশা করা যায় আপনার তথ্য গুলো রক্ষা করতে সক্ষম হবেন।

গুগলের কাছে থাকা তথ্য মুছা যাবে কি ?

হ্যাঁ! গুগল আপনাকে সেই সুযোগ প্রদান করে। আপনি চাইলে গুগলের কাছে থাকা তথ্য গুলো ডিলিট বা মুছে ফেলতে পারেন। যেকোন তথ্য মুছে ফেলতে যা করতে হবে -

My Activity এখানে ক্লিক করুন

তাহলে আপনি Google My Activity তে প্রবেশ করবেন

এবার scroll করে একটু নিচে গেলে দেখতে পারবেন আপনার সাম্প্রতিক সার্চ করা সব কিছু।

এবার ডান সাইটে থাকা Delete -এ ক্লিক করুন।

তারপর All Delete -এ ক্লিক করুন।

এবার Confirm করুন

তাহলে আপনার তথ্য গুলো মুছে যাবে। এরপর থেকে প্রতিবার একই নিয়মে আপনার তথ্য গুলো মুছে ফেলবেন। তাহলে গুগল আর আপনার তথ্য জমা করতে পারবে না।

ইউটিউব থেকে তথ্য মুছা যাবে কি ?

হ্যাঁ! গুগলের আওতাধীন সকল সার্ভিস থেকে আপনার তথ্য মুছতে পারবেন। ইউটিউব গুগলের আওতাধীন একটি সেবা। তাই ইউটিউব থেকেও আপনার তথ্য মুছতে পারবেন। তথ্য মুছতে আপনাকে তেমন কিছু করতে হবে না।

My Activity -এখানে ক্লিক করুন

এবার প্রথম দিকে থাকা YouTube jsHistory তে ক্লিক করুনa

এরপর History off hকরেsu# দিন।

তাহলেই আপনার তথ্য গুলো ইউটিউব থেকে মুছে যাবে।

এখানে Web & App Activity এবং Location History নামে আরো আলাদা দুটি অপশন আছে। এই অপশন গুলো বন্ধ করে দিন। তাহলে আপনি গুগল থেকে শতভাগ তথ্যকে মুছে ফেলতে পারবেন। আর তথ্য মুছে ফেলার সাথে সাথে ভবিষ্যৎতের তথ্য সংগ্রহও বন্ধ করে দিতে পারবেন।

তো আশা করি আজকের আর্টিকেলjটি আপনার উপকারে আসবে। এরকaম আরো তথ্যবহুল জিনিস সম্পর্কে জানতে নিয়মিত www.solutionmama1.blogspot.com ভিজিট করতে ভুলবেন না।

আর "আপনি যদি এরকম বিষয় সম্পর্কে ভিডিও পেতে যান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।

Channel name : Solution Mama

CEO : ArfinSayed

তো আজকের মতো এখানেই শেষ করছি...

ভাল থাকবেন আর সবাই ভাল রাখবেন।

আল্লাহ হাফেজ...


Rayahan
rayahan
338 Points

Popular Questions