Answered 3 years ago
গুগলে কীভাবে জবের জন্য এপ্লাই করতে হয়, এই প্রশ্নের উত্তর যারা গুগল করে নিজে বের করতে পারবে না, তাদেরকে এপ্লাই পদ্ধতি বলেও কোন লাভ হবে না।
তবুও ভদ্রতার খাতিরে বলছি, নিচের লিংকে গিয়ে দেখে নিবেন দয়া করে।
Apply - Google Careers
এছাড়া গুগলের রিক্রুটাররা অনলাইন কমিউনিটিতে খুবই সক্রিয় । অনালাইনে আপনার উল্লেখযোগ্য কোন অবদান থাকলে, তারাই আপনাকে খুঁজে বের করবে।
বাংলাদেশী এক ভাই, বর্তমানে দক্ষিণ কোরিয়ায় গুগল অফিসে কর্মরত আছেন, উনার ইন্টারভিউতে শুনেছিলাম — উনি গুগলে একটা কোড সার্চ করছিলেন, যেটা অনেক এডভান্স লেভেলের ছিল। উনার সার্চ প্যাটার্ন দেখে , গুগল নিজে থেকে ভাইকে ইন্টারভিউ নিয়েছে।
নিজে নিজে সার্চ করতে শিখুন, ধন্যবাদ।
suzuka publisher