গার্মেন্টস-এর ব্যবসা কেমন? নতুন কেউ শুরু করতে চাইলে কিভাবে করবে?

1 Answers   11.1 K

Answered 3 years ago

গার্মেন্টস ব্যাবসা ভালো এবং এর লাভও অনেক। তবে এই লাভ তাদের জন্যই, যারা ব্যাবসা টা জানে। সমস্যা হচ্ছে, এই ব্যাবসা নিয়ে আপনি তেমন তথ্য পাবেন না কারও কাছেই।

নতুন কেউ শুরু করতে চাইলে, শুরুতেই হুট হাট শুরু করা যাবে না। গার্মেন্টস এর মালিক পক্ষ কাওকে খুজে বের করুন আর তার কাছে থাকুন কয়েক বছর। শিখুন কিভাবে ব্যাবসা টা হয়। কিভাবে কাচামাল আসে আর সেটা প্রসেস হয়। কর্মীদের কিভাবে ম্যানেজ করা লাগে।

গার্মেন্ট এর ক্ষেত্রে ক্লায়েন্ট পাওয়া শুরুতে দুঃস্বাধ্য। তাই, কয়েক বছর আগে থেকেই, বায়ার দের সাথে যোগাযোগ শুরু করুন। আর, অবশ্যই খুব ভালো এবং বড় এমাউন্ট ক্যাশ ফ্লো ছাড়া এই ব্যাবসার চিন্তাও করবেন না।


Salmon Muqtadir
salmon
246 Points

Popular Questions