গাড়ি অনেক দ্রুত চললে, ব্রেক করলে কী ঘটবে?

1 Answers   14.2 K

Answered 3 years ago

দ্রুত গতিতে চলতে থাকা গাড়ি হঠাৎ থামানোর জন্য ব্রেক করলে চাকার ঘূর্ণন থেমে যাবে। কিন্তু গতি জড়তার কারণে চাকা সহ সম্পূর্ন গাড়ি সরলরৈখিক গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারে যদি গাড়ির গতি যথেষ্ট দ্রুত হয়। এর জন্য চাকার টায়ার ক্ষতিগ্রস্থ হতে পারে। গতি যদি খুব বেশী হয় যেকোন দুর্ঘটনা ঘটাও অস্বাভাবিক নয়। হাঠাৎ গতি বৃদ্ধি বা হ্রাস কোনটাই ভালো না।


Runa Laila
runalaila
435 Points

Popular Questions