গাজীপুর থেকে বইমেলায় কিভাবে যেতে পারব? বিস্তারিত বললে ভালো হতো মানে বাস উঠে কোথায় যাওয়ার কথা বলতে হবে?

1 Answers   2.4 K

Answered 2 years ago

অনেক বাস আছে গাজীপুর চৌরাস্তা থেকে সরাসরি শাহবাগ আসে। চৌরাস্তা আসুন। তাহলেই হবে। বাস পেয়ে যাবেন। চিন্তার কিছু নেই। তবে গাজীপুর থেকে শাহবাগ আসতে কমপক্ষে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগবে। রাস্তায় ভয়াবহ জ্যাম থাকবেই। এজন্য সময় হাতে নিয়ে বের হবেন।

অথবা আপনি ট্রেনে করেও আসতে পারেন। জয়দেবপুর থেকে ট্রেনে উঠবেন। কমলাপুর এসে নামবেন। কমলাপুর থেকে রিকশা করে (দোয়েল চত্ত্বর) বইমেলা চলে আসবেন। অথবা কমলাপুর থেকে রিকশা করে মতিঝিল আসবেন। সেখান থেকে শাহবাগের অনেক বাস পাবেন।

Prokash
prokash
195 Points

Popular Questions