গাঁজা এবং সিগারেটের মধ্যে পার্থক্য কী?

1 Answers   13.5 K

Answered 3 years ago

অনেক পার্থক্য। সাহেবরা ধূম্রপান করতো সিগারেটে, মোরা করতাম বিড়িতে — দুটোরই আসল মশলা আসে তামাক পাতা থেকে। গাঁজার ঝোঁপ হল ক্যানাবিস বা হেম্প (পুরুষ, ভাং; স্ত্রী, গাঁজা)। পাতা এবং ফুল শুকিয়ে বানানো হয় গাঁজা। ছোট কলকে তে গাঁজা সাজিয়ে, তাতে আগুন দিয়ে, 'দম মারো দম মিট জায়ে গ়ম'!

একবার, শুকনো সময়ে, যমুনা নদীতে, একটা ছোট বোটে, ক'জন মিলে উজানে যাচ্ছি পাল তুলে — সঙ্গে তিনজন মাল্লাহ। হাওয়া পড়ে গেল, শুরুর প্ল্যান ফেল — গুন টেনে টেনে কখন যে কাল্পীতে পৌঁছুবো। এদিকে সিগারেট শেষ। মুখ দিয়ে ফুসফুসে তামাকের ধোঁয়া তো চাই, নদীর পাড়ে তো কোন দোকান নাই। উসখুস করছি দেখে একজন মাল্লাহ ছোট কল্কে দেখিয়ে বললো, "পণ্ডিতজী, এক দম ইসকা মারেঙ্গে?" মনে মনে বললাম, ছিঃ, গাঁজা খাবো — ডাইনে-বাঁয়ে মাথা নাড়ালাম। এদিকে সিগারেটের 'তলব'। "ইয়ে ভী তো ধূঁয়া হী হ্যায়, মারিয়ে এক দম"। "চলো, মার হী লেতে হ্যাঁয় এক দম", বলে চিলম (কলকে) ওদের স্টাইলে ধরে, 'মার দম'।

ঘণ্টা তিরিশ ঘুমিয়েছিলাম — ওরা উজানে গুন টেনে, কালপী গিয়ে ঘোরাঘুরি করে, একটু বিশ্রাম নিয়ে ভাটিতে যখন আমাদের ঠিকানায় ফিরে এলো, তখন আমার ঘুম ভাঙ্গল।


Ahmed Shopno
ahmedsopno
412 Points

Popular Questions