গর্ব এবং অহংকার এই দুটোর মধ্যে পার্থক্য কী? এর মধ্যে কোনটা গ্রহণ করা উচিত আর কোনটা নয়?

1 Answers   9.1 K

Answered 2 years ago

গর্ব একটা ইতিবাচক অনুভূতি। অপর দিকে অহংকার একটা নেতিবাচক মনোভাব। গর্ব কখনো অকারণ হয় না, গর্ব করার কোনো কারণ থাকলে তখন‌ই গর্ব হবে। অহংকার অনেক সময় অকারণ হয়ে থাকে। অহংকার মানুষের পতন ঘটায়, কিন্তু গর্ব মানুষের চরিত্রকে পতন থেকে রক্ষা করে।তবে কাজী নজরুল ইসলামের কথাটি আবার মনে রাখবেন "মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক উত্তম" সুতরাং অহংকার সেখানেই করবেন যেখানে আপনি মনে করবেন নিজেকে নিয়ে অহংকার করার যোগ্যতা রাখেন।আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো একটিও না করতে কারণ আপনি মানুষকে আপনার সাফল্যের মাধ্যমে নিজের অবস্থান বুঝিয়ে দিন।দেখিয়ে দিন আপনার যোগ্যতা,তাই বলে আপনার গর্ব/অহংকারের প্রয়োজন নেই তবুও এখন আপনিই নিজের বিবেক দিয়ে বিবেচনা করে দেখুন কোনটি করা উচিত?

Ripon Ahmed
Ripon Ahmed
593 Points

Popular Questions