গত সাত বৎসর যাবৎ চোখে চশমা ব্যবহার করছি এখন যদি চশমার পরিবর্তে কন্টাক্ট লেন্স ব্যবহার করি তাহলে কি চোখের কোনো ক্ষতি হবে?

1 Answers   13.3 K

Answered 2 years ago

ক্ষতি হবে। কর্নিয়ার আলসার কিংবা ইনফেকশন হতে পারে।

লেন্স পড়তে হয় চোখের কালো মনির উপরে। সেই জায়গাটা এতটাই সেনসেটিভ যে আপনি কোনো কিছু সামনে আনলেই চোখের পাতা পড়তে শুরু করে।

কনটাক্ট লেন্স নিয়মিত পড়া নিরাপদ না। কারন এটা মেইনটেন করা অনেক ঝামেলার কাজ। চশমা আপনি যেকোনো সময় পড়ে থাকতে পারেন কিন্তু লেন্স পড়তে গেলে আপনাকে সেই লেন্স এক ধরনের সলিউশন বা স্ট্যারাইল লিকুইড পানিতে ডুবিয়ে রাখতে হবে।

লেন্স পড়া অবস্থায় আপনি চোখে পানির ঝাপ্টা দিলে ইনফেকশন হওয়ার চান্স থাকে।

লেন্স পড়ে ঘুমালে কর্নিয়ার ক্ষতি হয়।

লেন্স প্রতিদিন পড়ে থাকা ভালো না। মাঝে মাঝে কোনো অনুষ্ঠানে যেতে পরতে পারেন। বিশেষ করে মেয়েরা পড়তে পারেন।

লেন্স পড়া অবস্থায় পানির ঝাপ্টা না দিয়ে লেন্সের সলিউশন ও আই ড্রপ ইউজ করতে হয়।

লেন্স সাধারনত ক্যারাটোকোনাস কর্নিয়ার রোগে প্রতিদিন সবসময় ব্যবহার করতে হয়। সেই লেন্সটা রিজিড বিশেষ লেন্স। সেটার মেইনটেনেন্স কম লাগে কিন্তু সাধারন মাইওপিয়া রোগীদের জন্য যে লেন্স থাকে সেটা অনেক ঝামেলার লেন্স এবং অনেক মেইনটেন্সের বিষয় এখানে থাকে। তা না হলে চোখটা হারাবেন।

তাই, কনটাক্ট লেন্স পড়লেও অনেক যত্ন নিবেন এবং সাবধানে খুলবেন এবং বক্সে লিকুইড সলিউশনে ডুবিয়ে রাখবেন। এটা মাঝে মাঝে কোনো বিশেষ অনুষ্ঠানে পড়বেন।

চশমাটাই চোখের জন্য সেইফ। শুধু গ্লাস পরিষ্কার করা ছাড়া কোনো যত্ন নিতে হয় না।

যদি মনে করেন চশমা পড়তে আর ভালো লাগে না। তবে হাতে যদি ১ লাখ টাকার মতো টাকা থাকে তবে চোখের ল্যাসিক অপারেশন করে ফেলেন। খালি চোখেই সব দেখবেন। আমিও অপারেশন করিয়ে চশমা ছাড়িয়েছি সেই ৮ বছর আগে। ভালো আছি। কোনো সমস্যা নেই।

Shuvo Khan 06
shuvokhan06
212 Points

Popular Questions