Answered 3 years ago
আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের প্রকাশ করা 'রাজা লক্ষণ সেনের আংটি' বা 'রাপ্পা রায়' সিরিজ উল্লেখযোগ্য।
অভিজিৎ চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের শঙ্কু-ফেলুদা নতুন দিনের সাথে খানিকটা মানিয়ে ফি বছরই কমিকস বের করেছেন। ভালো কাজ হচ্ছে।
তাছাড়া বুকফার্ম প্রকাশিত 'চুয়া চন্দন' এর প্রচ্ছদটা দেখেই মনে হয়েছে নতুন ধরনের কিছু।
আর বাংলাদেশে এখন মেহেদী হাসানের 'ঢাকা কমিক্স' প্রকাশনা সংস্থা থেকে সব্যসাচী চাকমা, আরাফাত করিম, তৌহিদুল ইকবাল সম্পদ, রোমেল বড়ুয়া, মাহতাব রশীদ (আমার বয়সী) প্রমুখ অনেকেই খুব ভালো ভালো কাজ করছেন। তাঁদের দুর্জয় সিরিজ, ইব্রাহীম সিরিজ, জুম সিরিজ বা পিশাচ কাহিনি সিরিজ ইতোমধ্যেই আমার মতো তরুণ প্রজন্মের অনেক পাঠককেই আকৃষ্ট করে নিয়েছে।
এছাড়া সৈয়দ রাশাদ ইমাম তন্ময় ভাই বঙ্গবন্ধুর ওপরে চমৎকার একটা সিরিজ করেছেন, যেটা পশ্চিমবঙ্গেও বেশ আদ্রিয়মাণ।
মাইটি পাঞ্চ স্টুডিও নামে আরেক অসাধারণ কমিক প্রকাশনা সংস্থা হয়েছে। গতকালই এদের সদ্য প্রকাশিত 'ক্যাপ্টেন কাঁঠাল' কিনলাম। দেশীয় উপাদান ব্যবহার করে কী চমৎকার কাজ করা যায়, এটা তার উদাহরণ।
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বেশ কিছু আঁকিয়েকে অনুসরণ করতাম। ফেসবুকের বদৌলতে দুই বাংলাতেই উদীয়মান অনেক কার্টুনিস্ট, কমিক আঁকিয়ে প্রমুখ বেরিয়ে আসছেন। নিজেদের পেজ খুলছেন; এবং তাতে যথেষ্ট পরিমাণ সাড়াও পাচ্ছেন। উদয় দেব তো দা টাইমস অফ ইন্ডিয়া র নিয়মিত কমিক স্ট্রিপ আঁকিয়ে। তাছাড়া 'ভট্টবাবুর পেজ' বলে একটা পেজ অনুসৃত হত। সুমিত সেনগুপ্তের দুষ্টু দাদু ও উপভোগ করতাম।
agroni publisher