গতকাল একজন আর্মির সৈনিক এক সাব-ইন্সপেক্টর কে ভাই বলে সম্বোধন করায় সাব-ইন্সপেক্টর অনেক রেগে যায় কিন্তু তার বিপরীতে সৈনিক বলে আমি আপনাকে স্যার বলতে বাধ্য নই। এ বিষয়ে কিছু বলবেন কি?

1 Answers   3.8 K

Answered 3 years ago

সৈনিক ঠিকই বলেছে। অন্য বাহিনীর একজনের কাছ থেকে স্যার ডাক আশা করাটা এক ধরণের মূর্খতা। আমিও আমার বাহিনীর বাইরে কাউকে স্যার ডাকতে বাধ্য নই, তবে সিনিয়র হলে ডাকি কারণ এটা ভদ্রতা। ভদ্রতা/সম্মান জোরাজুরির কিছু না, এটা অর্জন করে নিতে হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে সত্যিটা হচ্ছে, ঠেলায় পড়লে সবচেয়ে জুনিয়র লোকটাকেও স্যার ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলা লাগে 

এডিট: অফিসিয়াল প্ল্যাটফর্মে ডেকোরাম বজায় রাখতে সর্ববাহিনী একসাথে কাজ করে এমন স্থানে এক বাহিনীর সদস্য অন্য বাহিনীকে স্যালুট দেয়/স্যার ডাকে ইত্যাদি করে। অফিসিয়াল প্ল্যাটফর্মের বাইরে, প্রশ্নে যেমনটি দেখিয়েছে, এজাতীয় স্যালুটেশন ও সম্বোধনের কোনো আইনী বাধ্যবাধকতা আছে কিনা আমার জানা নেই। রাস্তাঘাটে একজন সৈনিক একজন সাব ইন্সপেক্টরকে স্যার না ডাকলে বা স্যালুট না দিলে সেই কারণে সে অফিশিয়ালি শাস্তি পায় এমনটাও শুনিনি কখনো। কারো যদি আইনগত সুস্পষ্ট ভিত্তি জানা থাকে আমাকে জানালে শুধরে নেব।ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।


Rakib Afsar
rakibafsar09
379 Points

Popular Questions