যে ক্লাসে পড়ো তার আগের দুই ক্লাসের অঙ্ক দিয়ে শুরু করো এবং গাদা গাদা অঙ্কের প্র্যাকটিস করতে থাকো, ভুল করলেও খতি নেই। প্রশ্নের অঙ্ক পাঁচ বার মন দিয়ে পড়ো। তিন চার বার ভুল করার পর কারো কাছে দেখিয়ে জেনে নাও।ছয় মাস এভাবে নিরলস পরিশ্রম করলে নিজেই বুঝে যাবে।
firozahmed publisher