খুব বেশি ভদ্র ব্যবহার থেকে কিভাবে বের হয়ে আসবো? কারণ খুব বেশি সম্মান করি আমি।

1 Answers   14.1 K

Answered 2 years ago

সম্মান করা দোষের কিছু না তো। এটা ভালো গুণ। তবে বেশি ভালো কোনো কিছুই ভালো না। এক দিকে সবাই যেমন সম্মান করতে পারে না তেমনি সবাই সম্মান টা পাবে এটাও ঠিক না। আপনার প্রতি আমার পরামর্শ হবে ঠিক তাকেই সম্মান করুন যে সত্তি সম্মান টা পাবার যোগ্যতা রাখে। নয় তো না। যারা আপনার সম্মান পাবার যোগ্যতা রাখে না তাদের কেউ যদি সম্মান দেখান তাহলে একটা সময় তাদের কাছে স্বস্তা হয়ে যাবেন। নিজের কাছেই সাম্মান হারিয়ে ফেলবেন। বিকৃত হয়ে যাবেন। আমার মতে প্রতিটা মানুষের নিজেকে নিজের সম্মান করা উচিৎ। নিজের সম্মানের জন্য কাজ করা উচিৎ তাহলে নিজের সঠিক রাস্তা নিজেই পেয়ে যাবেন।

Shuvan Ahmed
shuvanahmed
515 Points

Popular Questions