Answered 2 years ago
বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজম। ক্রোমোজমে অসংখ্য অতি সূক্ষ্ম জিন থাকে যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ক্রোমোজমে এসব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন মাতাপিতা থেকে সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যায়। মানুষের চোখের রং,চুলের আকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। এ কারণে ক্রোমোজমে " বংশগতির ভৌত ভিত্তি " বলা হয়
Anis publisher