Answered 3 years ago
আপনি যদি লিওনার্দো ডি ক্যাপ্রিও সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনার এতক্ষনে বুঝে যাবার কথা।যদি উনার মুভিগুলো দেখে থাকেন তাহলে উনার অভিনয় সম্পর্কে ও আপনার জানার কথা।শুধু ক্রিস্টোফার নোলান না প্রায় বেশির ভাগ পরিচালক ই চাই তার মুভিতে যেন লিওনার্দো অভিনয় করে.!মাস্টারক্লাস অভিনয় আমি শুধু তার মুভিতেই দেখি.!শুধুমাত্র অভিনয় পারদর্শীতার জন্য তার থলেতে অস্কারও আছে.!(আমি শিওর নাহ,তবে যতটুকু জানি অভিনয়ের জন্য সবচেয়ে অস্কারে নমিনেশন প্রাপ্ত ব্যাক্তি উনি)
ক্রিস্টোফার নোলান হচ্ছে দুনিয়ার সবচেয়ে আলোচিত স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালক ও.!অন্ততপক্ষে তার মুভিগুলো দেখলে বুঝা যায় তিনি কতটা মাল্টিট্যালেন্টেড.! আর একজন মাল্টিট্যালেন্টেড পরিচালকের পছন্দের তালিকায় লিওনার্দো ডি ক্যাপ্রিও থাকবেন এটাই স্বাভাবিক.
romzanreza publisher