ক্রিকেট খেলা দিয়ে দেশের কি লাভ?

1 Answers   14.1 K

Answered 2 years ago

যদি ফুটবল না খেলতো ক'জন বাংলাদেশী আর্জেন্টিনা ব্রাজিল, স্পেন, চিনতো? ক্রিকেটের ক্ষেত্রেও তাই। একটা দেশের পরিচিতি বাড়তে ক্রিকেট কিংবা ফুটবলের ভূমিকা অসীম। এই যে আমাদের সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার বছরের পর বছর ধরে। তার নামের সাথে আরেকটা ট্যাগ লাগানো আছে যেটা তার নামের উচ্চারণের পরেই উচ্চারিত হয় সেটা হলো সাকিব আল হাসানের দেশের নাম। এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দূর দূরান্তের দেশ সম্পর্কে জানতে পারে। তারপর শুরু হয় নতুন দিগন্তের সূচনা। বানিজ্যিক আদান প্রদান, পর্যটকের আনাগোনা, রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্কের সৃষ্টি, কর্মসংস্থান আরো কত কি। আর তাই একটা দেশ কোটি কোটি টাকা খরচ করে একটা জাতীয় দল তৈরী করে তাদের নানান দেশের সাথে খেলতে পাঠায়।
Mst Salma Khatun
mstsalmakhatun
408 Points

Popular Questions