Answered 3 years ago
পুরো বিশ্বেই বর্তমানে কোরিয়ান মুভির কদর বেশি। যে সকল জীব অন্য জীবের উপর নির্ভরশীল তাদের কে প্যারাসাইট বা পরজীবী বলা হয়। মুভির প্রথমার্ধ সাধারণ ফ্যামিলি ড্রামা এবং ব্ল্যাক কমেডিকে পুঁজি করে এগোলেও কিছু পরেই শুরু হয়ে যায় কমেডি অফ এররের নতুন খেলা। শেষে গিয়ে মুভির অতর্কিত ট্রানজিশন কারো কারো মানসিক পীড়ার কারণ হতে পারে।
একটি পরিবারের চার সদস্য। বাবা-মা ও ভাই-বোন। প্রত্যেকেই কাজের খোঁজে, কোনও রকমে দিন গুজরান করে। একদিন পরিবারের ছেলেটির ভাগ্যে একটি টিউশন জোটে। তার পরিবারের বাকিরা সেই উচ্চবিত্ত বাড়িতেই একে একে ঠাঁই খুঁজে নেয়। যেটা অবশ্যই সোজা রাস্তায় হয় না। মুভিটিতে দুটি পরিবারের অবস্থা দেখিয়ে আসলে পুরো পৃথিবীর অসামঞ্জস্যতাকেই দেখানো হয়েছে।
প্যারাসাইট’-এর পোস্টারে অভিনেতাদের চোখে কালো টেপ। ছবিতে তেমন কোনও দৃশ্য নেই। ছবিটা আসলে প্রতীকী। চোখে অদৃশ্য ঠুলি তো আমাদের সকলেরই। যে কারণে একই সমাজে উচ্চবিত্ত-নিম্নবিত্তের অনায়াস সহাবস্থান হয়।
পরিচালক এমন ভাবে মুভিটি উপস্থাপন করেছেন যে, আপনি এতে প্রথম দিককার কমেডি গুলোয় যেমন বিনোদন পাবেন তেমনই শেষের কিছু কিছু দৃশ্য গুলো মুভি শেষ হওয়ার পরে আপনাকে অবশ্যই ভাবাবে। আপনি মুভিটি শেষ হওয়ার পরে উপলব্ধি করতে পারবেন যে, দেশটা কোরিয়া হলেও এ তো আপনার নিজ দেশেরই বাস্তবিক কাহিনী। এমন কি পৃথিবীর প্রতিটা দেশেরই।
nazmaakter07 publisher