Answered 2 years ago
কোরায় আগে নাম গোপন রেখে প্রশ্ন করার অপশন ছিল। কিন্তু সম্প্রতি তা অনুমোদিত করা হয়নি। সেই অপশনটি না থাকার কিছু কারণ হতে পারে:
১. বেশী সম্ভাব্যতার সাথে, কোরা তাদের প্রশ্নদাতাদের নাম দেখাতে চায়। যা কোরার ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের বিশ্বাস তৈরি করে।
২. নাম গোপন রাখার অপশন থাকলে বিষণ্ণতা ও দমনকারী মন্তব্যগুলো বেশি হতো। যা কোরার কথোপকথন শিল্পীত্বকে ক্ষতিগ্রস্ত করতো।
৩. নাম দেখালে প্রশ্নদাতারা আলোচনায় আরো সতীস্নতার সাথে অংশগ্রহণ করেন। যা আলোচনাকে আরো উজ্জ্বল, উৎসাহদায়ক এবং সরল করে।
Alamin publisher