কোন লক্ষণগুলো দেখলে বোঝা যায় মেয়েটি উপেক্ষা করছে?

1 Answers   7.5 K

Answered 2 years ago

আপনার কথা মনোযোগ দিয়ে শুনতে চাইবে না।

চ্যাট করার সময় বেশি বেশি হুম বলবে।

কল রিসিভ করতে দেরি করবে।

আপনাকে ব্যস্ততা দেখাবে।

কথা বলার সময় অহংকার মুলক কথাবার্তা বলবে এবং ভাব নিবে।

আপনার প্রতি এক ধরনের গুরুত্বহীন আচরণ করবে।

আপনার দিকে পারতপক্ষে তাকাতে চাইবে না।

প্রয়োজনে আপনাকে সকল প্রকার মাধ্যম থেকে ব্লক করে দিতে পারে।

আপনার সাথে কৌশলী আচরণ করবে।

আপনার কোন প্রশংসা করবে না।

আপনার দিকে তাকিয়ে হাসবে না।

আপনাকে ইমপ্রেস করতে চাইবে না।

Skandar Mia
skandermia
336 Points

Popular Questions