Answered 2 years ago
আসলে আমি আবেগী মানুষ হলেও সহজে আমার চোখে পানি আসতে দেই না। নিজেকে নিয়ন্ত্রন করি। কিছু বই আছে, সেগুলো একদম বুকে এসে ধাক্কা দেয়। এরকম কিছু বই আমি পড়েছি। যেমন ধরুন, ওরিনা ফ্লাচ্চির 'হাত বাড়িয়ে দাও' বইটা। খুব ছোট একটা বই। কিন্তু বুকে এসে লাগে। আবার ধরুন হুমায়ূন আহমেদের 'জনন জনম' বইটা। শেষের দিকে আবেগে চোখে পানি চলে আসে। এই বইটা নিয়ে কোনো এক দুর্বল পরিচালক মুভি বানিয়েছে। যা অতি অখ্যাদ।
হুমায়ূন আহমেদের আরো কিছু বই আছে। যেগুলো আপনার চোখে পানি এনে দিবে। যেমন- পেন্সিলে আঁকা পরী, কবি, আজ আমি কোথাও যাবো না, তেঁতুল বলেন জোছনা, অপেক্ষা ইত্যাদি। সুনীলের অনেক বই আছে যা আপনাকে ধাক্কা দিবে। যেমন- বিশাখার জন্মদিন, একা এবং কয়েকজন। শীর্ষেন্দুর- 'দ্বিতীয় সত্তা' বইটা আপনাকে কাদাবে। 'ঘুনপোকা' বইটাও আপনাকে মন খারাপ করে দিবে। এরকম বহু বই আছে। কিন্তু এখন বই গুলোর নাম মনে করতে পারছি না।
liza publisher