Answered 2 years ago
আমি পক্ষীবিদ নই, তবে একটা অভূতপূর্ব অভিজ্ঞতার কারণে এই প্রশ্নের জন্য আমার থেকে ভালো উত্তর খুব কম লোকে দিতে পারবে বলে মনে হয়।
২০২০ সাল। করোনা তখন নতুন অতিথি, তখনও সে কালী-গঙ্গার দেশে তীর্থ করতে এসে কলকাতার ভাইপো-বাড়িতে পাকাপাকি ভাবে সংসার পেতে বসা দেশের বাড়ি থেকে আগত পিসিমার স্থান পায়নি। প্রথম lockdown চলছে, এবং সবাই চুটিয়ে রোজ রামায়ণ-মহাভারত, আজ ডালগোনা কফি, কাল থালা পেটানো, পরশু অকাল দীপাবলী এই করে দিব্যি নরক গুলজার চলছে।
এর মধ্যেই আমার জন্মদিন এল - ১০ই এপ্রিল; সেই দিন ছিল গুড ফ্রাইডে - ঈস্টারের শেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন দিনের মধ্যে প্রথমটি; বিশ্বাস অনুযায়ী, এই দিন যীশুখৃষ্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল, এবং এই ঘটনার পর তৃতীয় দিনে, অর্থাৎ ঈস্টারের দিন(রবিবার)তিনি পুনরুজ্জীবিত হয়েছিলেন। এই ঈস্টার পর্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হল ডিম, কারণ ডিম একটি নতুন প্রাণকে ধারণ করে, যেটা পুনরুজ্জীবন-সংক্রান্ত বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই কারণে ঈস্টার উপলক্ষ্যে চকলেটের ডিম তৈরি করে শিশুদের উপহার দেওয়ার রীতি আছে কিছু পশ্চিমী সভ্যতায়।
তো, আমার জন্মদিনের দুপুরে আমি আরামসে খেয়ে দেয়ে ভাতঘুম দিয়ে বিকেলে যখন উঠলাম, তখন শুনি মা-বাবা আলোচনা করছেন, "যতই হোক, ঘর বানিয়েছে, এইভাবে তাড়িয়ে দেওয়া উচিত নয়!"
Shilpi publisher