কোন পোস্টটি আপনাকে অবাক করেছে

1 Answers   6.7 K

Answered 2 years ago

স্বামী এবং স্ত্রী একই এয়ারলাইন্সে কর্মরত।। স্ত্রী "পাইলট" আর স্বামী "কন্ট্রোল টাওয়ার ইন্সট্রাক্টর"....

পাইলট স্ত্রী -- "হ্যালো.. কন্ট্রোল টাওয়ার।। ফ্লাইট নাম্বার 778 এর কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে।।

কন্ট্রোল টাওয়ার থেকে স্বামী - "আপনার কথা পরিস্কার শোনা যাচ্ছে না।। প্লীজ আর একবার বলুন... কি সমস্যা ??"

স্ত্রী -- "ঠিক আছে বাদ দাও। তুমি কবেই বা আমার কথায় কান দিয়েছো ??" স্বামী -- "আরে সমস্যাটা বলো...প্লীজ।।"

স্ত্রী --" বললাম তো...শুনতে হবে না। বাদ দাও।।"

স্বামী - "বলো...প্লীজ।।" স্ত্রী -- "বলেছি তো বাদ দাও। জীবনে কোনদিন আমার কথা শুনেছো ??"

স্বামী -- "আরে বলবে তো...কি প্রবলেম??"

স্ত্রী - " কিছু না আমি ঠিক আছি...বাদ দাও।।"

স্বামী - "বলো প্লীজ।।" স্ত্রী - " প্রবলেম আমার। আমাকে বুঝতে দাও।। তোমাকে ভাবতে হবে না অযথা টেনশন নিও না।।"

স্বামী -- "আরে এই ফ্লাইটে তুমি ছাড়াও ২৬০ জন প্যাসেঞ্জার ৯ জন কেবিন ক্রু রয়েছো।। "

স্ত্রী -- "হুম... সেটাই তো।। জীবনে কোনদিন ভেবেছো আমার কথা ?? এখনো তোমার ২৬০ জন প্যাসেঞ্জার আর ৯ জন কেবিন ক্রু-র চিন্তা।। জীবনে এক মুহূর্ত আমার কথা ভাবলে না।।" তারপর... বাকিটা ইতিহাস

Shikha Khatun
shikhakhatun
234 Points

Popular Questions