কোন চলচ্চিত্র দেখে অনিচ্ছাকৃতভাবে আপনার চোখে পানি এসে পড়েছে?

1 Answers   2.2 K

Answered 3 years ago

সঠিক ভালবাসা পেলে একটা মানুষ যে কতটা পরিবর্তন হতে পারে পাশাপাশি একজন ছাত্র ও একজন শিক্ষকের মধ্যে কতটা মধুর সম্পর্ক হতে পারে তা সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। তুরস্কের সিনেমা এটি ইংরেজি তে The miracle, IMDb রেটিং ৭.৬/১০। The miracle and the miracle 2: love দুই সিরিজে সিনেমাটি শেষ হয়েছে। সিনেমা দৃশ্য শুরু হয় এমন যে : ১৯৬০ এর দশকে একজন স্কুল শিক্ষককে তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে শহর থেকে তুরস্কের প্রত্যন্ত পাহাড়ী গ্রামে বদলি করা হয়। বাসে দীর্ঘ যাত্রা করার পরে তাকে শেষ স্টেশনে তাকে নামিয়ে দেয়া হয়। এখন তাকে তার গন্তব্যে পৌঁছাতে দুটি পাহাড়ের উপর দিয়ে দীর্ঘ পথ যেতে হবে। তিনি এসে পৌঁছে আবিষ্কার করেলেন যে, গ্রামটিই কেবল দরিদ্র নয় এবং বেশিরভাগ আধুনিক সুযোগ-সুবিধা বঞ্চিত, এমনকি তাকে যে স্কুলে বদলি করা হয়েছে সে স্কুলটিও নেই।


Taskin Ahmed
taskinahmed
215 Points

Popular Questions