Answered 3 years ago
এই প্রশ্নটা আমাকে না করে আপনার ISP কে করা উচিৎ যাদের থেকে আপনি ইন্টারনেট পরিষেবা নিচ্ছেন, কারণ তাদের ব্যবসার টেকনিক্যাল ডিটেইলস টা তারাই ভালো জানে। আপনি যে ফাইবার অপটিক ইন্টারনেট ইউজ করবেন সেটা কোন টেকনোলজি তে আছে? Epon, Gpon, Gepon, Xpon এই ৪টাইপের কানেকশন সিস্টেম বর্তমানে চালু আছে এবং এর উপর ভিত্তি করেই আপনাকে ONU বা ONT নিতে হবে যার লাইন ইনপুট হবে অপটিক্যাল ফাইবার, ক্যাট কেবল RJ45 পোর্ট এ আউটপুট হবে, সেই আউটপুট রাউটারের wan এ দিলেই ওয়াইফাই চালু হয়ে যাবে। (( Epon কিছুদিন পর ব্যাকডেটেড হয়ে যাবে, Xpon অত্যাধুনিক সিস্টেম যা এখনও পুরোপুরি চালু হয়নি এশিয়াতে )) রাউটারের সাথে অনুর ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। রাউটার যা ই হোক না কেন, onu/ont যদি আপনার isp এর সিস্টেমের সাথে ম্যাচিং না করে তাহলে কোনো ভাবেই আপনি ইন্টারনেট সার্ভিস পাবেন না।
premaislam publisher