কোন্‌ জনপ্রিয় চলচ্চিত্রটি দেখে আপনার মনে হয়েছে যে সেটা খুব অতিরঞ্জিত এবং তা দেখার পর আপনি খুব হতাশ হয়েছেন?

1 Answers   5.4 K

Answered 3 years ago

ওয়ান এন্ড ওনলি সঞ্জয় লীলা বনসালীর " দেবদাস "। মাগো মা…কি গল্পের কি হাল করেছে ভদ্রলোক ! মাথামুন্ডু কিছু নেই। কি গল্পকে কি বানিয়েছে ! আর শাহরুখ খানের অভিনয় দেখে তো আমার পচা ডিম ছুড়ে মারতে ইচ্ছে করছিল। কককককিরণ টাইপ কথাবার্তা..অসহ্য ।


গল্পে ছিল পাপাপাপার্বতীরা গরীব। কষ্টে ওদের দিন চলে। আর এখানে দেখাচ্ছে পার্বতী বিশাল এক পালঙ্ক থেকে ধবধবে ফুরফুরে নাইলনের মশারি থেকে রাজকন্যার মতো বেরোচ্ছে। গা ভর্তি গয়না..সুন্দর শাড়ী। আর কথা বলার ঠং দেখে মনে হচ্ছিল যেন শিশু শিল্পী । উফফ দেখেই শরীরটা জ্বলে গেছিল। আর পার্বতীর মায়ের সে কি সাজগোজ আর সে কি ওভার অ্যাক্টিং ! বাবা রে এতো মোটা দাগের অভিনয় আমি খুব কম দেখেছি। মহিলাকে দেখে মনে হচ্ছিল যেন কোন তান্ত্রিক …এখনই পৃথিবী ধ্বংস করে ফেলবে। সিনেমাতে যত অভিনেতা অভিনেত্রী আছে কাউকে আমার নরমাল লাগেনি। মনে হচ্ছিল যাত্রা করতে নেমেছে। মাঝেমাঝে বাংলা বলাতে আরো জঘন্য লাগছিল। জ্যাকি শর্ফকে তো মনে হচ্ছিল মদের সাথে কিছুটা ভাঙ আর মারিজুয়ানা গিলে সেটে এসেছে। আর চন্দ্রমুখী আর পার্বতীর নাচের আইডিয়া তো একমাত্র বনসালীর মাথায় আসতে পারে। যাইহোক, পুরো সিনেমাটা বসে বসে দেখেছি বলে আমার নিজেকে অপরাধী লাগছিল। বাড়ী থেকে পচা ডিম, পচা টমেটো ব্যাগে ভরে নিয়ে যাইনি বলে আক্ষেপ করছিলাম। অতিরঞ্জিতর একটা লিমিট থাকা উচিত। এখনও কিছু অবাঙালী বন্ধু দেবদাস সিনেমার বাংলা ডায়লগ বলে বলে আমাকে খেপায় । যা তা এক্কেবারে।


Azhar Ali
Azhar Ali
568 Points

Popular Questions